মায়ের সুস্থতাই নিশ্চিত করে সন্তানের স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যৎ

গর্ভবতী মায়ের লক্ষাধিক উদ্বেগ থাকে একটি ভালো নাম বাছাই, শিশুর ঘরের প্রস্তুতি, প্রয়োজনীয় দ্রব্যাদির যোগান এবং নিয়মিত ডাক্তারের সাথে সাক্ষাৎ। তবে একজন গর্ভবতী মায়ের সব থেকে বড় উদ্বেগ- নিজের এবং গর্ভস্থ শিশুর স্বাস্থ্য। পর্যাপ্ত খাদ্য ও ডাক্তার নির্দেশিত ভিটামিন গর্ভাবস্থায় মা ও শিশুকে অনেক সম্ভাব্য জটিলতা থেকে মুক্ত রাখে। তবে আধুনিক খাবারে এবং ভিটামিন ফরমুলেশনে একটি অতি প্রয়োজনীয় উপাদান Omega-3 ফ্যাটি এসিডের (DHA, EPA, AA) অভাব লক্ষ্য করা যায় যা মা ও শিশু উভয়কে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে।